গণমঞ্চ নিউজ ডেস্ক –
গাজীপুরের কালিয়াকৈরে পৃথক ঘটনায় দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কালিয়াকৈর থানা ও মৌচাক ফাঁড়ি পৃথক স্থান থেকে মরদেহ উদ্ধার করে।
রবিবার (৩১ আগস্ট) সকাল ১১টার দিকে সংশ্লিষ্ট থানার কর্মকর্তা মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। মরদেহ দুইজনকেই ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার শহিদুল ইসলামের স্ত্রী মারিয়া আক্তার স্মৃতি (২১) এবং ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আলোক ছবি গ্রামের খলিল মিয়ার কন্যা ফাতেমা আক্তার (৪০)।
প্রথম ঘটনায়, শনিবার (৩০ আগস্ট) রাতে উপজেলার পূর্ব চান্দরা (মুন্সিরটেক) এলাকায় মারিয়া আক্তার স্মৃতির ঝুলন্ত মরদেহ একটি বাসা থেকে উদ্ধার করা হয়। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন জানান, স্বামী শহীদুল ইসলামের সঙ্গে পারিবারিক বিরোধের জেরে স্মৃতি নিজ ঘরে দরজা বন্ধ করে আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
অন্যদিকে, একই দিনে আরাবাড়ী এলাকায় একটি বাসা থেকে পোশাক শ্রমিক ফাতেমা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। মৌচাক ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, স্বামী মনির হোসেনের সঙ্গে ঝগড়ার পর ফাতেমা আক্তার ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। নিহতের আগে দুটি বিয়ে ছিল।
পুলিশ জানায়, ঘটনার সঠিক কারণ নিরূপণে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে