গাজা সিটিতে ইসরাইলের স্থল অভিযান ভয়াবহ: কানাডা

গণমঞ্চ নিউজ ডেস্ক –

গাজা সিটিতে ইসরাইলের নতুন স্থল অভিযানকে ভয়াবহ হিসেবে বর্ণনা করেছে কানাডার পররাষ্ট্র মন্ত্রণলায়। কানাডা বলছে, এই হামলায় মানবিক সংকট আরো তীব্র হবে এবং জিম্মিদের মুক্তিকেও ঝুঁকির মধ্যে পড়বে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

মঙ্গলবার সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোষ্টে ইসরাইলকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে কানাডার পররাষ্ট্র মন্ত্রণলায়।

এতে বলা হয়, কানাডা অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, অবাধ মানবিক সহায়তা সরবরাহ এবং সকল জিম্মিকে মুক্তি দেয়ার আহ্বানে আন্তর্জাতিক অংশীদারদের সাথে রয়েছে।

মঙ্গলবার গাজা উপত্যকাজুড়ে নতুন করে ইসরাইলি হামলায় ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনী পুরো গাজা সিটি দখলের বৃহত্তর কৌশলের অংশ হিসেবে স্থল অভিযানের চূড়ান্ত ধাপ শুরু করেছে। গাজা সিটি ছেড়ে পালাচ্ছেন হারা হাজার ফিলিস্তিনি। যদিও গাজায় নিরপাদ স্থান বলেত আর কিছুই অবশিষ্ট নেই।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি সেনাবাহিনী গাজায় প্রায় ৬৫ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *