গাজা যুদ্ধ বন্ধে আলোচকদের দ্রুত পদক্ষেপ নিতে বললেন ট্রাম্প

গণমঞ্চ নিউজ ডেস্ক –

গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ২০ দফা পরিকল্পনা নিয়ে আজ (সোমবার) মিশরে বৈঠকে বসতে যাচ্ছে হামাস ও ইসরাইলের প্রতিনিধি দল। যুদ্ধ বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে দু’পক্ষের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প। স্থানীয় সময় রোববার সামাজিকমাধ্যমে দেয়া পোস্টে তিনি এ আহ্বান জানান। খবর বিবিসির।

হামাস ২০ দফা মার্কিন শান্তি পরিকল্পনার কিছু অংশে সম্মত হওয়ার পর এই আলোচনা শুরু হতে যাচ্ছে।

তার নিজের সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘আমাকে বলা হয়েছে যে প্রথম পর্যায়ের আলোচনা এই সপ্তাহেই শেষ হবে। এ বিষয়ে আমি সকলকে দ্রুত এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি।’

মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ‘সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ, দেরি হলে ব্যাপক রক্তপাত হবে।’

এরআগে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেছিলেন যে তিনি মনে করেন খুব শিগগিরই জিম্মিদের মুক্ত করা শুরু হবে।

শান্তি পরিকল্পনার কোন অংশ পরিবর্তনের সুযোগ রয়েছে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘নমনীয়তার প্রয়োজন নেই, কারণ সবাই এতে প্রায় একমত হয়েছে, তবে কিছু পরিবর্তন আসতে পারে।’

তিনি আরো বলেন, ‘এটি ইসরাইল, পুরো আরব ও মুসলিম বিশ্ব এবং বিশ্বের জন্য একটি দুর্দান্ত চুক্তি, তাই আমরা এতে খুব খুশি।’

এদিকে, প্রস্তাবিত পরিকল্পনার প্রতি হামাসের সাড়া দেয়ার পর শুক্রবার ট্রাম্প ইসরাইলকে অবিলম্বে বোমা হামলা বন্ধ করার আহ্বান জানান। তা সত্ত্বেও গাজায় ইসরাইলি বিমান হামলা অব্যাহত রয়েছে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *