গণমঞ্চ নিউজ ডেস্ক –
গাজায় ইসরাইলের চলমান হামলা ও মানবিক বিপর্যয় নিয়ে মুসলিম বিশ্বের নেতাদের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, বৈঠকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের নেতা বা শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বৈঠকে গাজায় শান্তি ও যুদ্ধোত্তর শাসনব্যবস্থার জন্য একটি প্রস্তাব উপস্থাপন করবেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এর তথ্য অনুযায়ী, ট্রাম্প হামাসের হাতে জিম্মিদের মুক্তি ও যুদ্ধের অবসান ছাড়াও, হামাসকে বাদ দিয়ে গাজার শাসনব্যবস্থা এবং ইসরাইলি সেনা প্রত্যাহার সম্পর্কে মার্কিন পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
ওয়াশিংটন চাইছে আরব ও মুসলিম দেশগুলো গাজায় শান্তিরক্ষী সেনা পাঠাতে সম্মত হোক, যাতে ইসরাইল সেখান থেকে সেনা প্রত্যাহার করতে পারে। সেইসঙ্গে গাজা পুনর্গঠন ও অন্তবর্তী সময়কালের খরচের জন্য অর্থায়নেও দেশগুলোর সহযোগিতা চাওয়া হবে।
সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদে এক সম্মেলনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্সসহ কয়েকটি দেশ। এর একদিন পর আজ মঙ্গলবার জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
সূত্রঃ আল জাজিরা