গাজায় হামাসের ক্ষেপণাস্ত্র হামলায় ২ ইসরাইলি সেনা নিহত

গণমঞ্চ নিউজ ডেস্ক –

গাজা উপত্যকায় ইসরাইলি সেনাবাহিনীকে লক্ষ্য করে হামাসের ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় দুই সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো নয়জন। খবর বার্তা সংস্থা মেহেরের।

প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালানো হয়েছে। যার ফলে ইসরাইলের দুই সেনা নিহত ও আরো নয় সেনা আহত হয়েছেন।

হিব্রু ভাষায় ইসরাইলের সংবাদমাধ্যম হাদাশোত বাজমান স্টেশন জানায়, সোমবার সন্ধ্যায় গাজা শহরের আল-জালা স্ট্রিটে একটি গুরুতর হামলার ঘটনা ঘটে। পরে সামরিক হেলিকপ্টার ইয়াকভ হাসপাতালে অবতরণ করে গাজা উপত্যকা থেকে আহত সেনাদের উদ্ধার করে। সেখান থেকে তাদের সোরোকা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এছাড়া টাইমস অব ইসরাইলের খবরে বলা হয়, সোমবার বিকেলে গাজা সিটিতে একটি সেনা শিবিরে হামাসের হামলায় পাঁচজন ইসরাইলি সেনা গুরুতর আহত এবং ছয়জন সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে আইডিএফ।

এতে আরো বলা হয়, উত্তর গাজা থেকে দুটি রকেট নিক্ষেপের কয়েক ঘণ্টা পরে এই হামলা চালানো হয়। এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে ইসরাইলি ভূখণ্ডে দ্বিতীয়বারের মতো এই ধরনের হামলা হলো।

আইডিএফ বলছে, শিবিরে থাকা সেনারা বন্দুকধারীদের সঙ্গে গুলি বিনিময় করে। এক পর্যায়ে তাদের মধ্যে কমপক্ষে দুজন নিহত হয়। নিহতদের একজন ট্যাংক শেলিংয়ে এবং একজন তীব্র বন্দুকযুদ্ধে প্রাণ হারায়।

তবে হামলার পর ক্যাম্প থেকে হামাস সদস্যরা পালিয়ে গেছে বলে জানিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। আইডিএফ জানায়, পালিয়ে যাওয়া হামাসের তিনজন বন্দুকধারীকে খুঁজে বের করার চেষ্টা করছে তারা।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *