ছবি: আল জাজিরা
গণমঞ্চ নিউজ ডেস্ক –
গাজা সিটিতে জাতিসংঘ পরিচালিত স্কুল ও আশ্রয়কেন্দ্রসহ বিভিন্ন ভবন পরিকল্পিতভাবে গুঁড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। জাতিসংঘের এসব স্কুল ও আশ্রয় কেন্দ্রে বাস করতেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ইসরাইলের হামলায় গাজা সিটিতে নতুন করে আরো কমপক্ষে ৪৯ জন নিহত হয়েছেন। রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, শনিবার পুরো গাজা উপত্যকায় ইসরাইলের হামলায় কমপক্ষে ৬২ জন নিহত হয়েছেন।
ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, অবিরাম বোমাবর্ষণের ফলে গাজা সিটিতে শনিবার ছয় হাজারের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।
বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, ‘অবরোধ ও বোমাবর্ষণের ফলে গাজা সিটির বাসিন্দারা এখন কঠিন পরিস্থিতিতে আছেন।’
নির্বিচারে বোমাবর্ষণে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে ভবনগুলো, ধ্বংস করা হয়েছে জাতিসংঘ পরিচালিত স্কুল ও আশ্রয়কেন্দ্রও।
শনিবার ইসরাইলের বেশিরভাগ হামলা চালানো হয় গাজা সিটিতে। শাতি শরণার্থী শিবিরে অবস্থিত তিনটি জাতিসংঘের স্কুলে বোমা হামলা চালায় ইসরাইল। এসব স্কুলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন।
গাজা সিটি থেকে আল জাজিরার হানি মাহমুদ জানান, ‘ইসরাইলি যুদ্ধবিমান প্রতি ১০ থেকে ১৫ মিনিট অন্তর আবাসিক ভবন ও বিভিন্ন স্থাপনায় বোমা ফেলছে। বেশিরভাগ সময় লোকজনকে নিরাপদে সরে যাওয়ার জন্য পর্যাপ্ত সময় দেয়া হয় না।