গাজায় গণহত্যার জন্য নেতানিয়াহু দায়ী: এরদোয়ান

গণমঞ্চ নিউজ ডেস্ক –

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, গাজায় ইসরাইল গণহত্যা চালাচ্ছে। আর এই হত্যাকাণ্ডের জন্য সরাসরি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করেছেন তিনি। পাশাপাশি হামাসকে সন্ত্রাসী নয়, বরং প্রতিরোধ গোষ্ঠী হিসেবে অভিহিত করেন এরদোয়ান। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ফক্স নিউজকে এসব কথা বলেন এরদোয়ান। তিনি বলেন, ‘আমি একে অন্য কোনোভাবে ব্যাখ্যা করতে পারব না। এটি সম্পূর্ণ গণহত্যা। এই গণহত্যা নেতানিয়াহুর কারণেই ঘটেছে। নেতানিয়াহুর নির্মমতার কারণে এই গণহত্যায় হাজার হাজার মানুষ মারা গেছেন।’

গাজায় এক লাখ ২০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এই গণহত্যার সম্পূর্ণ বিরোধিতা করছি।’

ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস এবং ইসরাইলি জিম্মিদের সম্পর্কে জানতে চাইলে এরদোগান বলেন, ‘এটি একতরফা অপরাধ নয়। আমার মনে হয় এই বিষয়ে কেবল হামাসকে দোষারোপ করা ভুল হবে। নেতানিয়াহু যা করেছেন তা আমরা কীভাবে একপাশে সরিয়ে রাখতে পারি?’

তিনি ইসরাইলকে বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে হামলার জন্য অভিযুক্ত করে আরো বলেন, ‘অস্ত্রের ক্ষেত্রে হামাসকে ইসরাইলের সঙ্গে তুলনা করা যায় না। ইসরাইল তার সামরিক শক্তি নির্দয়ভাবে ব্যবহার করছে। তাদের কোনো করুণা নেই।’

এ সময় সংঘাত অবসানের সম্ভাবনা সম্পর্কে এরদোয়ান সন্দেহ প্রকাশ করেন।

সেইসঙ্গে হামাসকে সন্ত্রাসী সংগঠন বলতেও অস্বীকৃতি জানান তিনি। বলেন, ‘আমি হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে দেখি না। বরং আমি একে একটি প্রতিরোধ গোষ্ঠী বলে মনে করি। তারা আত্মরক্ষার জন্য যা কিছু আছে তা ব্যবহার করছে।’

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় ৬৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *