গণমঞ্চ নিউজ ডেস্ক –
গাজায় ইসরাইলের গণহত্যার নিন্দা জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রোববার ইউরোপজুড়ে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসে। সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে নেদারল্যান্ডসে। খবর আল জাজিরার।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। ইসরাইলি হামলায় ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভে রাস্তায় নামছেন বিশ্বজুড়ে হাজারো মানুষ।
রোববার সবচেয়ে বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয় নেদারল্যান্ডসে। সেখানে প্রায় আড়াই লাখ মানুষ আমস্টারডামের জাদুঘর স্কয়ারে অবস্থান নেয়। আয়োজকরা বলছেন, দুই লাখ ৫০ হাজার বিক্ষোভকারী সরকারকে ইসরাইলের বিরুদ্ধে আরো কঠোর অবস্থান নেয়ার এবং দখলদার শক্তির কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করার দাবি জানায়।
ইস্তাম্বুলে হায়া সোফিয়া মসজিদ থেকে গোল্ডেন হর্নের তীর পর্যন্ত বিক্ষোভ মিছিল করে হাজার হাজার মানুষ। ইসরাইলের আক্রমণ মোকাবেলায় মুসলিম ঐক্যের আহ্বান জানান তারা।
বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতেও ইসরাইল বিরোধী বিক্ষোভে রাস্তায় নামে হাজারো মানুষ। ‘গাজা: অনাহার যুদ্ধের অস্ত্র’ এবং ‘গাজা শিশুদের বৃহত্তম কবরস্থান’ লেখা প্ল্যাকার্ড বহন করেন তারা।
মরক্কোর রাজধানী রাবাতেও বিক্ষোভ হয়েছে। ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি পুনর্মূল্যায়ন করতে মরেক্কো সরকারের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা।
মাদ্রিদ ও বার্সেলোনায় শনিবারের বিশাল বিক্ষোভের পর রোববারও স্পেনজুড়ে বিভিন্ন স্থানে ছোট ছোট সমাবেশ হয়েছে।