গাজায় ইসরাইলি আগ্রাসনে ৬৫ হাজার ছাড়াল মৃতের সংখ্যা

ছবি: আল জাজিরা

গণমঞ্চ নিউজ ডেস্ক –

গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলের আগ্রাসনে ৬৫ হাজার ছাড়িয়ে গেছে মৃতের সংখ্যা। আহত হয়েছেন প্রায় এক লাখ ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি। একই সময়ে ইসরাইলে নিহত হয়েছেন এক হাজার ১৩৯ জন। খবর আল জাজিরার।

আজ বৃহস্পতিবার আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত এক লাখ ৬৫ হাজার ৬৯৭ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরো হাজার হাজার মানুষের কবর হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে গাজায় ভোর থেকে চালানো হামলায় এ পর্যন্ত ১৪ জন নিহত হয়েছে। এরমধ্যে নয়জন মারা গেছেন গাজা সিটিতে।

এছাড়া, গাজার বুরেইজ শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন।

ইসরাইলি সেনাবাহিনী বুধবার গাজা উপত্যকাজুড়ে কমপক্ষে ৮৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এরমধ্যে গাজা সিটিতে নিহত হয়েছেন ৬১ জন। এরমধ্যে আল-শিফা হাসপাতালের কাছে এক হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হন।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, গাজা সিটির তাল আল-হাওয়া এলাকার আল-কুদস হাসপাতালের আশেপাশে ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল।

এই হামলায় অনেক ফিলিস্তিনি আহত হয়েছেন। দুই বছরের যুদ্ধে সম্প্রতি সবচেয়ে ভয়াবহ আক্রমণের শিকার হচ্ছে গাজা সিটি। বোমা ও গুলিবর্ষণের মুখে হাজার হাজার বাসিন্দা পালিয়ে গেছেন।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *