গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ইউরোপীয় ইউনিয়নের বিবৃতি

ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে বাংলাদেশিদের সাহস ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে একটি বিবৃতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের অফিসিয়াল ফেসবুক পেইজে দেওয়া বিবৃতিতে বলা হয়, এক বছর আগে, সমাজের সকল স্তরের বাংলাদেশিরা তাদের অধিকার আদায়ের জন্য এবং অধিকতর ন্যায্য ও গণতান্ত্রিক ভবিষ্যতের দাবিতে রাস্তায় নেমেছিল। 

‘আজ আমরা তাদের সাহস ও সহনশীলতাকে সম্মান জানাচ্ছি, যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মরণ করছি ও আহতদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।’

আগামী জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে সমন্বিত ও শান্তিপূর্ণ রাজনৈতিক সংলাপের আহ্বান জানিয়ে বিবৃতিতে ইইউ আরও জানায়, গুরুত্বপূর্ণ শাসন ও মানবাধিকার সংস্কার বাস্তবায়নে সকল পক্ষকে গঠনমূলক সংলাপে অংশ নিতে হবে।

এ ছাড়া গণতান্ত্রিক প্রক্রিয়ায় অগ্রসর হওয়ার পথে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সমর্থন অব্যাহত পাবে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *