গণমঞ্চ নিউজ ডেস্ক –
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী আগামী শুক্রবার (১৫ আগস্ট) পালিত হবে। এ উপলক্ষে ঢাকাসহ সারা দেশে দলীয় কার্যালয় ও মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করবে বিএনপি।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী ১৫ আগস্ট, শুক্রবার সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে, যেখানে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।
রিজভী আরও জানান, ঢাকাসহ সারা দেশে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের সব স্তরের নেতাকর্মী ও সমর্থকদের এসব মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে খালেদা জিয়া ১৫ আগস্টের প্রথম প্রহরে জন্মদিনের কেক কাটা আনুষ্ঠানিকতা বন্ধ করেছেন।