খাগড়াছড়িতে ১৪৪ ধারা ভঙ্গ, মেজরসহ সেনাবাহিনীর ১০ জন আহত

গণমঞ্চ নিউজ ডেস্ক –

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় ১৪৪ ধারা ভেঙে পাহাড়িদের হামলায় মেজরসহ সেনাবাহিনীর ১০ জন আহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন পাহাড়িসহ কয়েকজন বাঙালি।

রোববার সকাল সাড়ে ১০টা থেকে উপজেলার খাদ্য গুদাম এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে ১৪৪ ধারা ভঙ্গ করা নিয়ে ঘটনার সূত্রপাত হয়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা পাহাড়িদের সরে যেতে নির্দেশ দেন। এতে কয়েকজন নারী-পুরুষ তাদের ওপর চড়াও হয়।

এক পর্যায়ে স্থানীয় রামেশু বাজার এলাকায় ভাড়াবাসায় পরিচালিত ভবনে শিক্ষা অফিস, সমাজসেবা, যুব উন্নয়নসহ বিভিন্ন সরকারি অফিস আগুন লাগিয়ে জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীর। পরে পাহাড়িরা গুইমারা বাজারের দিকে যেতে চাইলে স্থানীয় বাঙালিদের প্রতিরোধের মুখে পড়ে। এরপর পাহাড়ি-বাঙালিদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরীকে কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। সেখানে এখন উত্তেজনা বিরাজ করছে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *