কেরানীগঞ্জে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে ২ জনের মৃত্যু

গণমঞ্চ নিউজ ডেস্ক –

ঢাকার কেরানীগঞ্জের নারকেল বাগ এলাকায় সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মোহাম্মদ নয়ন (২৭) ও মোহাম্মদ খাইরুল ইসলাম (৩৮) ।

সোমবার দিবাগত রাতে সাড়ে বারটার দিকে গুরুতর আহত অবস্থায় দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ রাব্বি জানান, সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষের পর রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন দু’জন।

তিনি আরো জানান, তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। নিহত দুজনেরই বাড়ি ঢাকার কেরানীগঞ্জ এলাকায় বলে জানান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *