কেরানীগঞ্জ (ঢাকা), ২২ জুলাই:
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ) বিশেষ অভিযানে এক হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। রবিবার (২১ জুলাই) রাত ৮টা ৪৫ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জের রসুলপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান এর নির্দেশনায় অভিযান পরিচালনা করেন ডিবি দক্ষিণের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম। অভিযানে ছিলেন এসআই সৈয়দ ইমামুজ্জামান ও সঙ্গীয় ফোর্স।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১। মোঃ কামাল হোসেন (৩২ – তার কাছ থেকে উদ্ধার হয় ৯২০ পিস ইয়াবা।
২। আবু কালাম (৪০) – উদ্ধার ৫০ পিস ইয়াবা।
৩। মোঃ শহিদুল্লাহ (৪২) – উদ্ধার ৩০ পিস ইয়াবা।
তিনজনই মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার চর গুলগুলিয়া গ্রামের বাসিন্দা।
ডিবি সূত্রে জানা গেছে, কামাল হোসেনের বিরুদ্ধে আগেও দুটি মাদক মামলা রয়েছে, যা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় রুজু হয়েছিল।
আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় নতুন মামলা নং: ৪৫, তারিখ: ২২ জুলাই ২০২৫ অনুযায়ী মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।