কেরানীগঞ্জে অভিযান, গোডাউন থেকে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

৫০ হাজার টাকা জরিমানা, একজন আটক

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হিজলতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় আমিনুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে এই অভিযান পরিচালনা করেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) এর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন। অভিযানে সহযোগিতা করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
সহকারী কমিশনার শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন,“নিষিদ্ধ পলিথিনের বিক্রি ও ব্যবহার বন্ধ এবং জনসাধারণকে সচেতন করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকের অভিযানে ২ হাজার কেজি পলিথিন জব্দ করে ধ্বংস করা হয়েছে।” তিনি আরও জানান, আটক ব্যবসায়ীকে বিপণন ও মজুদের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সরকার ২০০২ সাল থেকে পরিবেশের ক্ষতিকর প্রভাবের কারণে পলিথিনের উৎপাদন, বিক্রি ও ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *