কেরানীগঞ্জে অনুমোদনহীন ভবন নির্মাণ বন্ধে রাজউকের অভিযান

ছবি: বড় মনোহরিয়া এলাকায় মধু সিটি-২ আবাসন প্রকল্প এলাকা থেকে তোলা।

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

ঢাকার কেরানীগঞ্জে মধু সিটি আবাসন প্রকল্পের অভ্যন্তরে অনুমোদনহীন ভবনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

আজ রোববার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর ইউনিয়নের বড় মনোহরিয়া এলাকায় মধু সিটি-২ আবাসন প্রকল্প এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শাখার পরিচালক মো. ইকবাল হোসেন।

রাজউকের অথরাইজড কর্মকর্তা (জোন ৫/২) মো. ইলিয়াস সাংবাদিকদের বলেন, মধু সিটি আবাসন প্রকল্পের রাজউকের কোন অনুমোদন নেই। অভিযানে এই আবাসন প্রকল্পের অভ্যন্তরে অনুমোদনহীন ও নিয়ম বহির্ভূতভাবে নির্মিত পাঁচটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়েছে। এছাড়া আরও তিনটি ভবনের আংশিক অংশ ভেঙে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, ভবন মালিকদের রাজউক থেকে ছাড়পত্র নিয়ে পুনরায় নির্মাণকাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। কোন অবস্থাতেই রাজউকের অনুমোদন ও নকশা ছাড়া বহুতল ভবন নির্মাণ করা যাবে না। এ অভিযান চলমান থাকবে।

অভিযানে রাজউকের সহকারী অথরাইজড কর্মকর্তা কাওছার আহমেদ, প্রধান ইমারত পরিদর্শক আবু শামস রাকিব উদ্দিন ও ইমারত পরিদর্শক এনামুল হক প্রমুখ। এতে সহযোগিতা করেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪, র‍্যাব-১০ ও পুলিশ সদস্যরা।


Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *