গণমঞ্চ ডেস্ক
সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তোলা কিছু নতুন শব্দ এবার যুক্ত হয়েছে বিশ্বখ্যাত ক্যামব্রিজ ডিকশনারিতে। ‘স্কিবিডি’, ‘ট্র্যাডওয়াইফ’ এবং স্ল্যাং শব্দসহ আরো বহু আলোচিত শব্দ এ বছর কেমব্রিজ ডিকশনারিতে যোগ করা হচ্ছে। এ বছর মোট ছয় হাজারের বেশি নতুন শব্দ যুক্ত করা হয়েছে।
‘স্কিবিডি’ শব্দটি একটি অর্থহীন এবং বা র্যান্ডম শব্দ হলেও ইউটিউবে ভাইরাল হওয়া অ্যানিমেটেড সিরিজ ‘স্কিবিডি টয়লেট’-এর মাধ্যমে এটি জনপ্রিয় হয়ে ওঠে।
এই শব্দ ‘কুল’, ‘খারাপ’ অথবা মজা অর্থে ব্যবহার করা যায়। ক্যামব্রিজ ডিকশনারিতে এর সংজ্ঞা অনুযায়ী, এটি এমন একটি শব্দ যার ভিন্ন ভিন্ন অর্থ থাকতে পারে বা কখনো অর্থহীনভাবেও ব্যবহার করা হয়। এর একটি উদাহরণ হতে পারে, ‘ হোয়াট দ্য স্কিবিডি আর ইউ ডুইং?’
রিয়্যালিটি শো তারকা কিম কার্দাশিয়ান এই শব্দটি নিয়ে ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে ‘স্কিবিডি টয়লেট’ লেখা একটি নেকলেস দেখানো হয়েছে।
এটি ইউটিউব সিরিজের নাম। এর আগে ২০১৮ সালে লিটল বিগ ব্যান্ড ‘স্কিবিডি’ নামের একটি গান প্রকাশ করে, যার ভিডিওটি ৭০০ মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে। গানটির নাচও তখন খুব ভাইরাল হয়। অন্যদিকে, ‘ট্র্যাডওয়াইফ’ শব্দটি এসেছে ‘ট্র্যাডিশনাল ওয়াইফ’ বা ঐতিহ্যবাহী স্ত্রীর সংক্ষিপ্ত রূপ হিসেবে।
এটি এমন একজন বিবাহিত নারীকে বোঝায় যিনি গৃহস্থালি কাজ যেমন রান্না, পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন এবং এগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।
‘ডেলুলু’ শব্দটিও যুক্ত হয়েছে বিশ্বখ্যাত ক্যামব্রিজ ডিকশনারিতে। ডেলুলু ‘ডিলুয়শান’ শব্দের রম্য রূপ। এর সংজ্ঞা— ‘ব্যক্তি বাস্তব নয় এমন কিছু বিশ্বাস করে, সাধারণত নিজের ইচ্ছায়।’
কোভিড মহামারির পর থেকে বাড়ি থেকে কাজ করার ট্রেন্ডের কারণে অভিধানে যুক্ত হয়েছে ‘মাউস জিগলার’ শব্দ।
এই শব্দের অর্থ, ডিভাইস বা সফ্টওয়্যার এমনভাবে ব্যবহার করা হয়, যখন কাজ করছেন না তখনও আপনি কাজ করছেন। এ শব্দটিও অভিধানে স্থান পেয়েছে। কাজ সম্পর্কিত আরো শব্দ যেমন ‘ওয়ার্ক ওয়াইফ’ এবং ‘ওয়ার্ক স্পাউস’ (এমন কর্মস্থল সম্পর্ক যেখানে দুইজন পরস্পরের ওপর নির্ভর করে) এবার ডিকশনারিতে স্থান পেয়েছে।
এ ছাড়াও ‘ব্রোলিগার্কি’ শব্দটি এসেছে ‘ব্রো’ ও ‘অলিগার্কি’ মিলিয়ে। যার অর্থ এমন একদল প্রভাবশালী ও ধনবান পুরুষ যারা সাধারণত প্রযুক্তি খাতে যুক্ত এবং রাজনৈতিক প্রভাব রাখেন বা রাখতে চান। এই শব্দটি ব্যবহৃত হয়েছে বেজোস, মাস্ক ও জাকারবার্গের মতো প্রযুক্তি নেতাদের ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিতি বোঝাতে।
ক্যামব্রিজ ডিকশনারির লেক্সিক্যাল প্রোগ্রাম ম্যানেজার কলিন ম্যাকইনটশ বলেন, ‘ইন্টারনেট সংস্কৃতি ইংরেজি ভাষাকে যেভাবে বদলে দিচ্ছে, তা অত্যন্ত মজার এবং শিক্ষনীয়। আমরা কেবল সেই শব্দগুলোই যোগ করি যেগুলোর স্থায়িত্ব থাকার সম্ভাবনা আছে।’ তিনি আরো বলেন, ‘প্রতিদিন এমন শব্দ স্কিবিডি কিংবা ডেলুলুকে অভিধানে যুক্ত করা হয় না, কিন্তু আমরা বিশ্বাস করি এগুলোর ভবিষ্যৎ আছে।’
সূত্র : বিবিসি