কৃষক দলের নবঘোষিত কমিটির বিশাল আনন্দ মিছিল ইশ্বরগঞ্জে

মিয়া সুলেমান, ময়মনসিংহ থেকে

ময়মনসিংহের ইশ্বরগঞ্জে সদ্য ঘোষিত উপজেলা কৃষক দলের উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। শুধু আনুষ্ঠানিকতা নয়, এই আয়োজন তৃণমূল পর্যায়ে সংগঠন পুনর্গঠনের দৃঢ় প্রত্যয়কে সামনে নিয়ে আসে।

“কৃষক বাঁচাও, দেশ বাঁচাও”— এ স্লোগানে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সদস্য-সচিব নুরে আলম জিকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব শাজাহান জয়পুরী ও নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান খান মিল্কান। উল্লেখ্য যে, জনাব লুৎফুল্লাহেল মাজেদ বাবুর দিকনির্দেশনায় আনন্দ মিছিলটি সম্পন্ন হয়।

প্রধান অতিথি নুরে আলম জিকু তার বক্তব্যে বলেন, তারেক রহমানের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের কর্মসূচি প্রশংসনীয়। ইশ্বরগঞ্জে দ্রুত ইউনিয়ন পর্যায়ের কার্যক্রম সম্পন্ন করাই এখন বড় চ্যালেঞ্জ। তিনি ঘোষণা দেন— সেরা ইউনিয়ন কৃষক সমাবেশকে ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে কৃষিখাতে লুটপাট, সার ও কীটনাশকের দাম বৃদ্ধির ফলে কৃষি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের উন্নয়নের জন্য আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।
নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান খান মিল্কান মহান আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, “এই দায়িত্ব আমার কাছে মর্যাদার আসন নয়, বরং বিশাল এক অঙ্গীকার ও সংগ্রামের ক্ষেত্র। দেশের কৃষক আজ ন্যায্যমূল্য না পাওয়া, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং সার-কীটনাশকের মূল্যবৃদ্ধির মতো নানা সংকটে জর্জরিত। আমাদের স্লোগান ‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ কেবল একটি স্লোগান নয়, এটি আমাদের কর্মপন্থা।”

তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে তৃণমূল পর্যায়ে কৃষক দলকে পুনর্গঠনের উদ্যোগ আমরা ইশ্বরগঞ্জে সর্বাত্মকভাবে সফল করব। ইউনিয়ন পর্যায়ে শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তুলব, কৃষকের কাছে পৌঁছে তাদের সমস্যা শুনব এবং অধিকার আদায়ে আন্দোলন চালিয়ে যাব। ব্যক্তিস্বার্থ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করলেই সংগঠন শক্তিশালী হবে।”

সভায় পৌর কৃষক দলসহ উপজেলা ও ইউনিয়নভিত্তিক কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকদের মতে, এই আয়োজন কেবল একটি কমিটির পরিচিতি নয়, বরং স্থানীয় কৃষক রাজনীতিতে নতুন উদ্দীপনা ও সংগঠন শক্তিশালী করার অঙ্গীকারের প্রতিচ্ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *