গণমঞ্চ নিউজ ডেস্ক –
কুষ্টিয়া শহরের উপজেলা মোড়ে শ্যামলী এন আর পরিবহনের একটি বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে কুষ্টিয়া আদালতের আইনজীবী দেবোরা খানম সারিকা (৩০) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা মোড় এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা হঠাৎ মহাসড়কে উঠে গেলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্যামলী এন আর পরিবহনের বাস সেটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন অ্যাডভোকেট সারিকাসহ আরো দুজন।স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আইনজীবী সারিকাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি মোশারফ হোসেন জানান, দুর্ঘটনায় নারী আইনজীবীসহ তিনজন আহত হয়েছিলেন। এর মধ্যে অ্যাডভোকেট সারিকা মারা যান।