গণমঞ্চ নিউজ ডেস্ক –
কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সুচিসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট আদালতে গৃহীত হয়েছে।
অ্যাডভোকেট আবুল কালাম আজাদ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। কুমিল্লা আদালতের দায়িত্ব থাকা পুলিশের ইনচার্জ মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পলাতক থাকায় গ্রেপ্তার করার অর্ডার হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আমলি আদালত-১-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত জাহান চৌধুরী এ চার্জশিট গ্রহণ করে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এ সময় সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন, সাবেক কাউন্সিলর সৈয়দ রায়হান আহমেদ, ইশতিয়াক সরকার বিপুসহ হত্যাকাণ্ডে জড়িত পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নগরীর কান্দিরপাড় এলাকায় বিজয় শেষে বাসায় ফেরার পথে মোগলটুলী এলাকায় গুলিবিদ্ধ হন জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ নেতা এবং কুমিল্লা বারের সদস্য আবুল কালাম আজাদ। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সম্প্রতি ঘটনার তদন্ত শেষে পুলিশ সাবেক এমপি বাহারসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। বুধবার আদালত তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ গ্রহণ করেন।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম জানান, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত পলাতক সাবেক এমপি বাহার, সাবেক মেয়র সূচনাসহ ৩৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আমরা এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছি। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।