গাজীপুরের কাশিমপুর উচ্চ নিরাপত্তা কেন্দ্রীয় কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি বিভিন্ন সামগ্রী সংগ্রহ করে দেয়াল ভেঙে পালানোর চেষ্টা করেন।
পালানোর পরিকল্পনার খবর পেয়ে কারা কর্তৃপক্ষ ওই আসামিদের কক্ষ তল্লাশি করে সামগ্রীগুলো জব্দ করে। বৃহস্পতিবার রাতেই কারাগারের সিনিয়র জেল সুপার আসাদুর রহমান কনাবাড়ি থানায় মামলা করেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কনাবাড়ি থানার ওসি সালাহউদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন—টাঙ্গাইল সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের শহিদাত হোসেন, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাজহিনা গ্রামের শ্রী রনি মহন্ত এবং কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা গ্রামের নাজরুল ইসলাম মজনু ওরফে মঞ্জু।
মামলার বিবরণে বলা হয়েছে, মঙ্গলবার রাত প্রায় ৮টা ১৫ মিনিটে ডিউটিরত সহকারী প্রধান প্রহরী মখলেসুর রহমান তামাল ভবনের নিচতলার ১২ নম্বর কক্ষ থেকে দেয়ালে আঘাতের শব্দ শুনতে পান।
পরদিন সকালে কক্ষ তল্লাশি করে কারা কর্তৃপক্ষ একটি ধাতব প্লেট, দুই টুকরা লোহার রড, ছেঁড়া কম্বল দিয়ে তৈরি ২৮ ফুট লম্বা দড়ি, একইভাবে তৈরি ২৫ ফুট বেল্ট, দুটি লোহার রিং, ১০ ফুট লম্বা একটি খুঁটি এবং অন্যান্য সামগ্রী জব্দ করে।
জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেন, এসব সামগ্রী ছিল পালানোর সরঞ্জাম। তারা বলেন, গত বছরের ৫ আগস্টের মতো পরিস্থিতি তৈরি হলে তারা পালানোর চেষ্টা করতেন—বা উপযুক্ত সুযোগের অপেক্ষায় ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে দেশের সব কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়েছে।