কালিয়াকৈরে রাতে বর-কনের গাড়িতে ডাকাতি, আটক ১ 

গণমঞ্চ ডেস্ক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বেলাব ঈদগাহ এলাকায় বরযাত্রীবাহী গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ১৪-১৫ জনের একটি ডাকাত দল সড়কে ড্রাম ট্রাক দিয়ে বাসের গতিরোধ করে বর-কনে ও অতিথিদের অস্ত্রের মুখে জিম্মি করে আড়াই ভরি স্বর্ণ, নগদ টাকা কয়েকটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উপজেলার বলিয়াদি গ্রামের মনির হোসেনের ছেলে জয়নাল খানকে (৩৪) আটক করে পুলিশে সোর্পদ করে।

শুক্রবার (১৫ আগস্ট) রাতে উপজেলার বেলাবহ এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, আশুলিয়া থানার জিরানির আব্দুল মান্নান কলেজ সংলগ্ন এলাকা থেকে বর-কনে নিয়ে একটি যাত্রীবাহী বাস নিয়ে উপজেলার গোসাত্রা গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। বর-কনে অতিথিদের নিয়ে রাত সাড়ে সাতটার সময় বেলাবহ ঈদগাহ নামক এলাকায় পৌঁছালে ১৪-১৫ জনের একদল ডাকাত সদস্য একটি ড্রাম ট্রাক দিয়ে বাসের গতিরোধ করে। 

পরে বাসে থাকা বর-কনে অতিথিদের অস্ত্রের মুখে জিম্মি করে কনের গায়ে থেকে দুইভরি স্বর্ণ, যাত্রীদের কাছ থেকে মোবাইল, নগদ টাকা ছিনিয়ে নেয়। এ সময় বাসে থাকা যাত্রীদের ডাক-চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে জয়নাল খান (৩৪) নামের এক ডাকাত সদস্যকে আটক করে। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আটক ডাকাত সদস্যকে থানায় নিয়ে যায়।

কনের বাবা সামছুল আলম বলেন, ডাকাত সদস্যরা একটি ছোট ড্রাম ট্রাক দিয়ে আমাদের বাসটির গতিরোধ করে। পরে ১৪-১৫ জনের একদল অস্ত্রধারী ডাকাত সদস্যরা কোন কিছু বুঝার আগেই হামলা করে। পরে বাসে থাকা আমার মেয়ে (কনের) গলা থেকে স্বর্ণের চেইন মোবাইল, নগদ টাকাসহ প্রায় ৪-৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় আমাদের ডাক চিৎকারে আশপাশের লোক এসে এক ডাকাতকে গ্রেপ্তার করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে আমাদের পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ডাকাতকে গ্রেপ্তার করে। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার ও অন্য ডাকাত সদস্যদের গ্রেপ্তারের জন্য পুলিশ মাঠে কাজ করছেন বলেও জানান তিনি।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *