শিল্প মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে জুলাই মাসের গণঅভ্যুত্থান থেকে উদ্ভূত নতুন চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঢাকার একটি মহানগর হাকিম আদালত আজ পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
মামলাগুলোর অভিযোগের মধ্যে রয়েছে— হত্যা, হত্যাচেষ্টা এবং অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ।
সাবিনা আক্তার তুহিনকে ২৩ জুন গ্রেপ্তার করা হয় ছাত্র আন্দোলনকারীদের মধ্যে আবদুল্লাহ কাবির ও শফিক উদ্দিন আহনাফ হত্যার অভিযোগ এবং আদহাম বিন আমিনকে হত্যাচেষ্টার মামলায়।
কামাল আহমেদ মজুমদারকে ১৮ অক্টোবর ২০২৪ সালে গ্রেপ্তার করা হয় শফিক উদ্দিন আহনাফ হত্যার অভিযোগ এবং পল্লবী থানায় দায়ের করা একটি অস্ত্র মামলায় জড়িত থাকার অভিযোগে।
হত্যার অভিযোগে বলা হয়েছে, গণঅভ্যুত্থানের সময় পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা নির্বিচারে ছাত্র আন্দোলনকারীদের ওপর গুলি চালায়।
কামাল মজুমদারের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলায় অভিযোগ করা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে ইস্যুকৃত সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করার পরও তিনি তার ব্যক্তিগত দুটি আগ্নেয়াস্ত্র জমা দেননি।