সাত দিনের পানি ছাড়ার পর কাপ্তাই হ্রদের পানি স্তর নিয়ন্ত্রণে আসায় রাঙ্গামাটির কাপ্তাই ড্যামের সব ১৬টি স্পিলওয়ে গেট আজ (১২ আগস্ট) সকাল বন্ধ করা হয়েছে।
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গেটগুলো সকাল ৮টায় বন্ধ করা হয়।
কেন্দ্রের ম্যানেজার মাহমুদ হাসান বলেন, ভবিষ্যতে পানি স্তরের পরিবর্তনের ওপর ভিত্তি করে গেট পুনরায় খোলার সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, “বৃষ্টিপাত কমতে থাকায় হ্রদের পানি স্তর ধীরে ধীরে কমছে, তাই গেট বন্ধ করা হয়েছে।”
৫ আগস্ট অর্ধরাত্রির পর ড্যাম কর্তৃপক্ষ হ্রদের পানি বিপদসীমা অতিক্রম করার কারণে গেটগুলোকে ছয় ইঞ্চি করে খুলে ৯,০০০ কিউসেক পানি কার্নফুলী নদীতে ছাড়তে শুরু করে।
পানি প্রবাহের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে গেটের খোলার পরিমাণ ধীরে ধীরে বাড়ানো হয়। সর্বোচ্চ পানি ছাড়ার পরিমাণ ছিল ৭ আগস্ট বিকেল ৬:৩০ টায়, যখন গেট ৩.৫ ফুট পর্যন্ত খুলে প্রতি সেকেন্ডে ৬৮,০০০ কিউসেক পানি ছাড়ানো হয়।
গত কয়েক দিনে বৃষ্টিপাত কমতে এবং পানি প্রবাহ কমে আসায় ধাপে ধাপে গেটের খোলার পরিমাণ কমিয়ে আজ সম্পূর্ণ বন্ধ করা হয়েছে।
যদিও স্পিলওয়ে গেট এখন বন্ধ রয়েছে, ড্যামের পাঁচটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট চালু আছে, যা প্রতি সেকেন্ডে প্রায় ৩২,০০০ কিউসেক পানি ব্যবহার করে ২১৫ থেকে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে।
আজ সকালে কাপ্তাই হ্রদের পানি স্তর ১০৭.০৫ ফুট এমএসএল (মীন সি লেভেল) রেকর্ড করা হয়েছে, যা এর সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএলের কাছাকাছি রয়েছে।