কাতারে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে মুসলিম দেশগুলো

গণমঞ্চ নিউজ ডেস্ক –

দোহায় ইসরাইলের হামলা পর পরবর্তী কর্মপন্থা নির্ধারণে আগামী সোমবার আরব-ইসলামিক শীর্ষ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে কাতার। দেশটির প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ বিন মোহাম্মদ আল-আনসারী রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কিউএনএ-কে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

তিনি বলেন, ‘শীর্ষ সম্মেলনে কাতারের ওপর ইসরাইলি হামলার বিষয়ে একটি খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে। এই সম্মেলনের তাৎপর্য হলো কাতারের প্রতি আরব ও মুসলিম বিশ্বের ব্যাপক সংহতি প্রদর্শন।’

দোহায় হামাস আলোচকদের লক্ষ্য করে চালানো এই হামলাকে ‘কাপুরুষোচিত আগ্রাসন’ এবং ‘ইসরালের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ হিসেবে বর্ণনা করেছেন আনসারি।

গত মঙ্গলবার দোহায় হামাস নেতাদের আবাসিক ভবনে হামলা চালায় ইসরাইল। বিমান হামলায় পাঁচ হামাস সদস্য এবং কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। তারা যুক্তরাষ্ট্র প্রস্তাবিত নতুন গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করছিলেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় ৬৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। কাতার, যুক্তরাষ্ট্র এবং মিশরের সাথে, যুদ্ধ বন্ধের আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *