কক্সবাজারে সাগরে নেমে পর্যটকের মৃত্যু

গণমঞ্চ ডেস্ক

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ সামির (২২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে সৈকতের শৈবাল পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা ও পেশায় রেফ্রিজারেটর মেকানিক। তিনি বন্ধুদের সঙ্গে কক্সবাজার বেড়াতে আসেন। 

কক্সবাজার সদর মডেল থানার এসআই সুষ্ময় দাশ সামিরের বন্ধুদের বরাত দিয়ে জানান, তারা চার বন্ধু মিলে গতকাল সকালে কক্সবাজারে বেড়াতে আসেন। কটেজ জোনের ক্ল্যাসিক ভিলা নামে একটি হোটেলে তারা ওঠেন। পরে শৈবাল পয়েন্টে গিয়ে একসঙ্গে গোসলে নামেন। এক পর্যায়ে সামির পানির ঢেউয়ে ভেসে যান। তখন সেখানে লাইফগার্ডের কোনো সদস্য ছিলেন না। পরে ঢেউয়ের তোড়ে সামিরের দেহ কূলের কাছে চলে এলে তিন বন্ধু মিলে সামিরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই জানান, জিজ্ঞাসাবাদের জন্য তিন বন্ধুকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। সামিরের পরিবারকে খবর দেওয়া হয়।

এ নিয়ে সাগরে গোসলে নেমে গত এক বছরে ১২ পর্যটকের মৃত্যু হলো। একই সময়ে জীবিত উদ্ধার করা হয় ৭৮ জনকে। গত এক দশকে ৬৪ জনের মৃত্যু ও ৭৮২ জনকে জীবিত উদ্ধার করা হয়।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *