এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টারের উদ্যোগে গনিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

মোঃ হানিফ বিন রফিক, ইউআইটিএস প্রতিনিধি

আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট (এসিআই) ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টারের উদ্যোগে ও ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সার্বিক সহযোগিতায় গনিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্সেস (ইউআইটিএস) ক্যাম্পাসে গনিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

এসময় ইউআইটিএস এর বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা গনিত অলিম্পিয়াডে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করে।

গনিত অলিম্পিয়াডের কেন্দ্র পরিদর্শন করেন ইউআইটিএসের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূইয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মহিউদ্দিন আহমেদ, এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টারের ফ্যাকাল্টি এডভাইজার মোঃ হাসান ইমাম সহ বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকমন্ডলী।

কেন্দ্র পরিদর্শকের দায়িত্ব পালন করেন ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের কোর্স কোর্ডিনেটর এবং প্রভাষক নাফিসা আনজুম রিমি, প্রভাষক কাশফি শারাফ, প্রভাষক জেবা ফারিহা, প্রভাষক হোসনেয়ারা বেগম।

এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টারের সভাপতি কে এম তানভীর হাসান জানান, গণিত অলিম্পিয়াড এর মাধ্যমে শিক্ষার্থীদের গণিতের সূক্ষ্ম বিশ্লেষণ এর প্রতিফলন ঘটেছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে গণিত অলিম্পিয়াড সাফল্যমন্ডিত হয়েছে।

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) বলেন, গণিত অলিম্পিয়াড শুধু প্রতিযোগিতা নয়, বরং এটি শিক্ষার্থীদের মধ্যে যৌক্তিক চিন্তা ও সমস্যা সমাধানের মানসিকতা গড়ে তোলে। শুধু পাঠ্যবইয়ের পড়াশোনা নয়, এ ধরনের প্রতিযোগিতা তরুণদের বাস্তব জীবনেও দক্ষ করে তুলবে।

ভবিষ্যতে আরো বড় পরিসরে গনিত অলিম্পিয়াড আয়োজনেরও পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

এসময় এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টারের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *