গণমঞ্চ নিউজ ডেস্ক –
এশিয়া কাপের ম্যাচ শুরুর সময় পরিবর্তিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের তীব্র গরমের কারণে খেলোয়াড়দের স্বস্তি দিতে ম্যাচগুলো শুরু হবে আগের সময়ের চেয়ে আধঘণ্টা পরে।
আগামী ৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে সবগুলো ম্যাচ শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ৮টা)। তবে নতুন সূচি অনুযায়ী ১৯ ম্যাচের মধ্যে ১৮টি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় (বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিট)। কেবল ১৫ সেপ্টেম্বর আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাত ও ওমানের ম্যাচটি আগের সময় অনুযায়ী সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে।
ফলে বাংলাদেশের ম্যাচগুলোও শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। গ্রুপ পর্বে টাইগারদের তিনটি ম্যাচের প্রথমটি ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ৯ সেপ্টেম্বর মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে। আট দলের এই প্রতিযোগিতায় প্রথম পর্বে দুটি গ্রুপে খেলা হবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সুপার ফোরে যাবে এবং সেখান থেকে সেরা দুই দল খেলবে শিরোপা নির্ধারণী ম্যাচ।
গ্রুপ বিভাজন
গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, ওমান, সংযুক্ত আরব আমিরাত
গ্রুপ ‘বি’: বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং