নিজস্ব প্রতিবেদক
লা লিগার রাতের খেলায় প্রতিপক্ষের মাঠে ওভিয়েদোকে ৩-০ গোলে উড়িয়ে মৌসুমের টানা দ্বিতীয় জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ।
এই জয়ের সুবাদে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে লস ব্লাঙ্কোস। সমান পয়েন্ট নিয়েই শীর্ষ দুই স্থানে রয়েছে ভিয়ারিয়াল ও বার্সেলোনা।
এদিন কোচ জাবি আলোনসো শুরুর একাদশে আনেন বেশ কিছু পরিবর্তন। ভিনিসিয়াস জুনিয়রের পরিবর্তে মাঠে নামেন রদ্রিগো, আর ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের জায়গায় সুযোগ পান অভিজ্ঞ দানি কারভাহাল। নতুন সাইন-আপ আর্জেন্টাইন তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুনোকেও প্রথম একাদশে নামানো হয়।
ম্যাচের ৩৭ মিনিটে কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত গোলেই এগিয়ে যায় রিয়াল। বিরতিতে ১-০ তে থাকার পর ৮৩ মিনিটে আবারো এমবাপ্পে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন, ভিনিসিয়াস জুনিয়রের নিখুঁত এসিস্ট থেকে। এরপর অতিরিক্ত যোগ করা সময়ে নিজেও দারুণ এক গোল করে ব্যবধান ৩-০ তে নিয়ে যান ভিনি।
গত মৌসুমে ট্রফিশূন্য থাকা রিয়াল মাদ্রিদ এ মৌসুমে দুই ম্যাচে দুই জয়ে দারুণ সূচনা করল। জোড়া গোল করে ৯.২ রেটিং নিয়ে ম্যাচসেরা এমবাপ্পে।
এছাড়া ভিনিসিয়াস জুনিয়র ও তরুণ ডিফেন্ডার হুইসেনের পারফরম্যান্সও ছিল নজরকাড়া।
রিয়ালের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে ৩১ আগস্ট, নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতেই।