এবার উবার অ্যাপে ডাকা যাবে হেলিকপ্টার, ভাড়া কত?

গণমঞ্চ ডেস্ক নিউজ

সানফ্রান্সিসকো ভিত্তিক রাইড-শেয়ারিং কোম্পানি উবার ঘোষণা করেছে, তারা আগামী বছরের মধ্যে যাত্রীদের সরাসরি উবার অ্যাপের মাধ্যমে হেলিকপ্টার বা সি-প্লেন বুক করার সুযোগ দেবে। 

কোম্পানি জানিয়েছে, এই নতুন উদ্যোগের জন্য তারা যৌথভাবে কাজ করছে বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি নির্মাতা জোবি এভিয়েশনের সঙ্গে। জোবি সম্প্রতি যাত্রী পরিবহনকারী ব্লেড এয়ার মোবিলিটি অধিগ্রহণ করেছে। একবার পরিসেবা একীভূত হলে বিশ্বের প্রধান শহরগুলোতে সরাসরি উবার অ্যাপ থেকে ফ্লাইট বুক করা সম্ভব হবে।

জোবির মুখপাত্র জানিয়েছেন, এখনো নির্দিষ্ট রুট বা ভাড়া চূড়ান্ত হয়নি। তবে বিমানবন্দর রুটগুলো যাত্রীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় হবে। উদাহরণস্বরূপ, ব্লেডের ওয়েবসাইট অনুযায়ী, ম্যানহাটন থেকে নিউইয়র্কের জন এফ কেনেডি বা নিউ জার্সির লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত হেলিকপ্টার ফ্লাইটের জন্য চার্জ ১৯৫ ডলার।

উবারের আশা, নতুন এই সেবা শহরের ভ্রমণকে আরও দ্রুত, আধুনিক ও সুবিধাজনক করে তুলবে, যেখানে রাস্তার জ্যাম আর সময়ের চাপ থাকবে না।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *