এত বছর রাজনীতি করি পিআর বুঝি না, সাধারণ জনগণ কী বুঝবে

বিএনপির নির্বাহী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “পিআর কি খায়, না মাথায় দেয়? এত বছর রাজনীতি করি আমরা পিআর বুঝি না, সাধারণ জনগণ কি বুঝবে। নির্বাচন না হলে তাদের লাভ।”

তিনি আরও বলেন, “যেভাবে সবাই মিলে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, একইভাবে সবাই মিলে নির্বাচন দাবি করবো।”

সোমবার বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এ সময় গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, “বড় বড় সুবিধাবাদী নেতা অনেক সময় দল ত্যাগ করে দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, কিন্তু কখনো তৃণমূলের কর্মীরা দলের বিরুদ্ধে যাননি। খালেদা জিয়া ও তারেক রহমানকে ছেড়ে যাননি। বিএনপি তৃণমূলের দল, বিএনপি জনগণের দল। সুতরাং কোনো ষড়যন্ত্র করে বিএনপির অগ্রযাত্রা বন্ধ করা যাবে না।”গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “আমি বিশ্বাস করি সরকার যথাসময়ে নির্বাচন দিতে চায়। তাদের আন্তরিকতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, তবে এ আন্তরিকতা যথেষ্ট নয়।”

তিনি আরও বলেন, “৭১-এর যুদ্ধের পরাজিত শক্তি আর ৭ নভেম্বরের পরাজিত শক্তি দেশ এবং বিদেশে বসে নির্বাচন বানচালের পাঁয়তারা করছে। কে প্রার্থী হবে, কে হবেন না; কে কত ফেস্টুন বানাবেন, কে বানাবেন না; কে কত লোক নিয়ে আসেন স্লোগান দেওয়ার জন্য—এটা কিন্তু যথেষ্ট নয়।”তিনি বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল। বাংলাদেশের অগ্রযাত্রায় বিএনপির ভূমিকা রয়েছে। বাংলাদেশের যেকোনো সংকটে বিএনপি পাশে দাঁড়িয়েছে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *