এখানে বিনা পয়সায় কিছুই পাওয়া যায় না: কৃতি শ্যানন

গণমঞ্চ ডেস্ক নিউজ

বলিউডের প্রথমসারির অভিনেত্রীদের মধ্যে কৃতি শ্যানন একজন। নিজের চেষ্টা ও পরিশ্রমে তৈরি করেছেন নিজের অবস্থান। একাধিক প্রতিকূলতা সত্ত্বেও অভিনেত্রী আশাবাদী— ইন্ডাস্ট্রিতে ধীরে ধীরে নজরে পড়ার মতো বদল ঘটছে তার জীবনে।

বলিউডে নিজের অবস্থান গড়ে তুললেও ছোটবেলায় তার মনে অভিনয়জগতের কোনো স্বপ্নই ছিল না। পড়াশোনাতেই ছিল তার ঝোঁক। প্রকৌশল নিয়ে পড়াশোনা শেষ করেছেন অভিনেত্রী। কিন্তু ঘটনাচক্রে যখন মডেলিংয়ে পা রাখলেন, তখন খুলে গেল বলিউডের দরজা। ধীরে ধীরে বিজ্ঞাপনের পর্দা থেকে বড়পর্দায় উঠে আসেন কৃতি শ্যানন। আর সেখান থেকেই শুরু হয় এক দীর্ঘ ও কঠিন পথচলা।

সিএনএন-নিউজ১৮ আয়োজিত ‘সি-শক্তি-২০২৫’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে কৃতি শ্যানন নিজের অভিজ্ঞতা খোলামেলাভাবে শেয়ার করেছেন। অভিনেত্রী বলেন, চলচ্চিত্রজগতে টিকে থাকতে হলে আপনাকে জেদি হতে হবে, আবেগ থাকতে হবে। শর্টকাট বলে কিছু নেই। তিনি বলেন, কেউ এসে আপনাকে সুযোগ দিয়ে যাবে না। আউটসাইডার হলে লড়াইটা আরও কঠিন হয়। আর এখানে বিনা পয়সায় কিছুই পাওয়া যায় না —না খাবার, না কাজ বলে জানান কৃতি শ্যানন।

অভিনেত্রী বলেন, এ যাত্রায় মানুষ আপনাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করবে। কেউ বলবে আপনি খাটো, কেউ বলবে লম্বা, আবার কেউ বলবে পাতলা। শরীরের আকার নিয়ে ব্যঙ্গবিদ্রূপ চলতেই থাকবে। কিন্তু কেউ বলবে না—তুমি পারবে। তাই নিজের প্রতি আস্থা রাখাই সবচেয়ে জরুরি। তিনি বলেন, কঠোর পরিশ্রম আর ধৈর্যই আমাকে এ জায়গায় এনেছে। নবীনদের উদ্দেশে তার পরামর্শ— চলচ্চিত্রে ক্যারিয়ার বানাতে চাইলে ধৈর্য ধরতে হবে। সুযোগ পেতে যদি সময় লাগে, সেটাকে ব্যর্থতা ভাববেন না। বরং ভাববেন— এই সময়টা নিজেকে আরও উন্নত করার সুযোগ। সঠিক সময়ে সবকিছু আপনা থেকেই ঘটতে শুরু করবে।

উল্লেখ্য, ২০১৪ সালে অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে জুটি বেঁধে ‘হিরোপন্তি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক কৃতি শ্যাননের। সেই সিনেমায় দর্শকদের মন জয় করে নেন অভিনেত্রী। সিনেমটি বক্স অফিসে সফল হয়েছিল। প্রথমবার বিনোদন জগতে পরিচিত পেলেও এগিয়ে যাওয়া সহজ ছিল না। একদিকে প্রবল প্রতিযোগিতা, অন্যদিকে ফিল্মি পরিবারের বাইরে থেকে আসার কারণে সুযোগ পাওয়া কঠিন হয়ে উঠেছিল। তবু ধৈর্য, অধ্যবসায় আর আত্মবিশ্বাসের জোরে এগিয়ে যান কৃতি। এরপর শুরু হয় একে একে ‘দিলওয়ালে’, ‘বরেলি কি বরফি’, ‘লুকা ছুপি’, ‘হাউসফুল ৪’, ‘বচ্চন পান্ডে’, ‘ভেড়িয়া’, ‘আদিপুরুষ’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করে চলেন তিনি। এর মাঝেই তার সাফল্য— সেরা অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন।

বর্তমানে কৃতি শ্যানন অভিনীত সিনেমা ‘ক্রু’ মুক্তি পেয়েছে, যেখানে তার সঙ্গে আছেন কারিনা কাপুর ও টাবু। এই দুই প্রভাবশালী অভিনেত্রীর মাঝেও সাবলীল অভিনয় করে সবার মন জয় করে নেন কৃতি। এ ছাড়া ‘দো পাত্তি’ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। এই থ্রিলার সিনেমাটির মাধ্যমে কৃতি তার প্রযোজনা সংস্থা ‘ব্লু বাটারফ্লাই ফিল্মস’ ব্যানারের মাধ্যমে প্রযোজক হিসেবে এক নতুন অধ্যায় শুরু করেছেন।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *