ঈশ্বরগঞ্জে রিকশাচালক হত্যায় জড়িত অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

মিয়া সুলেমান, ময়মনসিংহ থেকে

মগটুলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্যাটারি চালিত রিকশাচালক খোকন মিয়া (৫৫) হত্যার ঘটনায় মগটুলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।

গত শুক্রবার (৩ অক্টোবর) রাতে উপজেলার মগটুলা ইউনিয়নের কর্মা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। স্থানীয় কয়েকজনের হামলায় গুরুতর আহত হন রিকশাচালক খোকন মিয়া। পরে জাতীয় জরুরি সেবা (৯৯৯)-এ ফোন পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত খোকন মিয়া কর্মা গ্রামের কছুম উদ্দিনের ছেলে।

ঘটনার পর শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

জেলা ছাত্রদলের দফতর সম্পাদক মো. সাদ্দাম হোসেন তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক এ কে এম সোজা উদ্দিনের সমন্বয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মী নজরুল ইসলামের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ রাখবেন না বলে নির্দেশনা জারি করা হয়েছে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান বলেন, “ঘটনার পর একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।”

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *