মিয়া সুলেমান, ময়মনসিংহ থেকে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরহোসেনপুর গ্রামে পুকুরে ডুবে সাফুয়ান (২) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সোমবার (৬ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সাফুয়ান উপজেলার উচাখিলা ইউনিয়নের গোল্লা জয়পুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, সাফুয়ান দীর্ঘদিন ধরে তার মা’কে নিয়ে ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চরহোসেনপুর গ্রামে নানাবাড়িতে বসবাস করছিল। প্রতিদিনের মতোই সে সোমবার সকালেও বাড়ির পাশে পুকুরপাড়ে খেলতে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসতে দেখা যায় ছোট্ট সাফুয়ানের নিথর দেহ।
অবস্থার অবনতি দেখে স্বজনেরা দ্রুত তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
সাফুয়ানের মৃত্যুর খবরে পরিবারে শুরু হয় আহাজারি। শিশুটির নানাবাড়ি ও নিজ গ্রামে নেমে আসে গভীর শোকের ছায়া। স্থানীয়রা বলেন, “এমন একটি প্রাণবন্ত শিশুকে এভাবে হারানো খুব কষ্টের। পুরো এলাকা শোকে স্তব্ধ।”
সাংবাদিক রাকিবুল ইসলাম শুভ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে শোকাহত পরিবারকে সান্ত্বনা দিয়েছেন এবং শিশুদের দেখভালে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।