ইসরায়েলি হামলায় গাজায় এক দিনে নিহত ১০৫

গণমঞ্চ নিউজ ডেস্ক –

ফিলিস্তিনের গাজায় নতুন করে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবারের চালানো হামলায় অন্তত ১০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেকে ত্রাণ নিতে এসেছিলেন বলে জানিয়েছে আলজাজিরা।

শুধু গাজা সিটিতেই নিহত হয়েছেন ৫০ জনের বেশি। শহরটি দখলের জন্য দখলদার সেনারা সর্বাত্মক সামরিক অভিযান চালাচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘনবসতিপূর্ণ আল-সাবরা মহল্লা। সেখানে কয়েকদিন ধরে টানা বোমা বর্ষণ চলছে। সর্বশেষ হামলায় একটি ত্রাণ শিবিরে আঘাত হানে। এতে অন্তত ৩২ জন হতাহত হন।

এদিকে খাদ্য সংকট আরও মারাত্মক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় অনাহারে মারা গেছে আরও ১৩ জন। এ নিয়ে ক্ষুধাজনিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬১ জনে। ত্রাণ প্রবাহ কমে যাওয়ায় দুর্ভিক্ষের ঝুঁকি বাড়ছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, গাজায় চলমান যুদ্ধ এখন ‘সিদ্ধান্তমূলক ধাপে’ পৌঁছেছে। সেনাবাহিনীর রিজার্ভ সদস্যদের উদ্দেশে ভাষণে তিনি বলেন, এ অভিযানের লক্ষ্য শুধু হামাসকে পরাজিত করা নয়, বরং পুরো ‘ইরানি অক্ষ’কে দুর্বল করা। এর মধ্যে রয়েছে গাজা, লেবানন, সিরিয়া, ইরান এবং ইয়েমেনের হুতিরা।

ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান আইয়াল জামিরও নিশ্চিত করেছেন, গাজা সিটিতে স্থল অভিযান শুরু হয়েছে। তিনি বলেন, আমাদের অভিযান আরও তীব্র হবে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *