ইতালিতে ফিলিস্তিনপন্থি ব্যাপক বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষে আহত ১০

গণমঞ্চ নিউজ ডেস্ক –

ইতালিতে ফিলিস্তিনপন্থি ব্যাপক বিক্ষোভ হয়েছে। এসময় পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ১০ আহত হয়েছেন। শনিবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

ইতালির তুরিনে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। পুলিশ তাদের আটকে দেয়। এসময় পুলিশকে লক্ষ্য করে তারা বলেন, ‘আমরা মানবতার পক্ষে। দয়া আমাদের সামনে যেতে দিন।’

তারা পুলিশকে লক্ষ্য করে কাঁচের বোতল, পাথর, টর্চলাইট, এবং আতশবাজি ছুঁড়ে মারে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান এবং কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।

রোমে ৪ অক্টোবর জাতীয় বিক্ষোভকে সামনে রেখে বন্দর, বিশ্ববিদ্যালয়, স্কুল এবং পাবলিক স্কয়ারে গাজা এবং ফিলিস্তিনি জনগণের সমর্থনে বিক্ষোভ বৃদ্ধি পাচ্ছে।

রোম, মিলান, নেপলস এবং বোলোনিয়ায় শুক্রবার থেকে বিক্ষোভ শুরু হয়। শনিবার তা ফ্লোরেন্স, পিসা, আনকোনা, ট্রিয়েস্ট, বারি এবং আলেসান্দ্রিয়ায় ছড়িয়ে পড়ে।

গত মার্চ থেকে ইসরাইল গাজার ক্রসিং সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে, খাদ্য ও ত্রাণ কনভয় আটকে দিয়েছে। যার ফলে উপত্যকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। যে সীমিত পরিমাণ ত্রাণ প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে তা চাহিদার তুলনায় অতি সামান্য।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি সেনাবাহিনী গাজায় প্রায় ৬৬ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। অবিরাম বোমাবর্ষণের উপত্যকাটি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। বাড়ছে অনাহার এবং রোগের প্রাদুর্ভাব।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *