গণমঞ্চ নিউজ ডেস্ক –
ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই বলে জানিয়েছে রাশিয়া। রাশিয়ার আরবিসি রেডিও স্টেশনকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর আল জাজিরার।
ইউক্রেনের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোভাব হঠাৎ পরিবর্তন হওয়ার এমন ঘোষণা দিলো ক্রেমলিন। মার্কিন প্রেসিডেন্ট রাশিয়াকে ‘কাগুজে বাঘ’ বলে অভিহিত করেছেন।
ইউক্রেন কার্যত যুদ্ধে জয়ী হতে পারে ট্রাম্পের এমন কথার পাল্টা জবাব দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, ‘আমাদের স্বার্থ নিশ্চিত করতে এবং লক্ষ্য অর্জনের জন্য ইউক্রেনের ওপর আক্রমণ চালিয়ে যাবে রাশিয়া।’
রাশিয়ার আরবিসি রেডিও স্টেশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা আমাদের দেশের বর্তমান এবং ভবিষ্যতের জন্য এটি করছি। আগামীর প্রজন্মের জন্য। অতএব আমাদের আর কোনো বিকল্প নেই।’
ট্রাম্পের ‘কাগুজে বাঘ’ মন্তব্য প্রত্যখ্যা করে পেসকশ বলেন, রাশিয়া ‘ভাল্লুক’। যদিও তিনি স্বীকার করেছেন তার দেশের অর্থনীতি ধীরগতি কিছুটা মন্থর।
তিনি বলেন, মস্কোর সেনাবাহিনী কর্তৃক দখল করা জমি ইউক্রেন পুনরুদ্ধার করতে পারবে, এমন ভাবা ভুল।
মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠক করেন ট্রাম্প। সামাজিকমাধ্যমে দেয়া পোস্টে বলেন, ‘ইউক্রেন তার মূল সীমানা ফিরে পেতে পারে।’