গণমঞ্চ নিউজ ডেস্ক –
ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশেপাশের এলাকায় বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। মস্কোর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা কমপক্ষে চারজন নিহত এবং আরো ১০ জন আহত হয়েছেন। খবর আল জাজিরার।
স্থানীয় সময় রোববার ভোরে কিয়েভ ও এ আশপাশে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে।
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তাকাচেঙ্কো বলেছেন, প্রাথমিক অনুসন্ধানে তিনজনের মৃত্যু শনাক্ত করা হয়, পরে আরেকটি লাশ পাওয়া যায়।
তাকাচেঙ্কো টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় লেখেনে, ‘বহুতল আবাসিক ভবনে ড্রোন হামলাসহ ১৫টিরও বেশি স্থান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।’
রোববার সকালেও হামলা অব্যাহত থাকায় কিয়েভের কিছু বাসিন্দা নিরাপত্তার জন্য ভূগর্ভস্থ মেট্রো স্টেশনে আশ্রয় নেন।
সামাজিকমাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা জানিয়েছেন, রাশিয়া রাতভর শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।
তিনি জানান, এতে আবাসিক ভবন ধ্বংস হয়েছে এবং বেসামরিক লোকজন হতাহত হয়েছে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো বলেছেন, ইউক্রেনের রাজধানী ব্যাপক আক্রমণের শিকার হয়েছে। নিরাপত্তার জন্য জনসাধারণকে আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
দক্ষিণ-পূর্ব জাপোরিঝিয়া অঞ্চলের গভর্নর বলেছেন যে রাশিয়ার হামলায় সেখানে কমপক্ষে চারজন আহত হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ে প্রধান কর্মকর্তা আন্দ্রি ইয়েরমাক বলেন, ‘এই কর্মকাণ্ডের জবাব দেয়া হবে।’ রাশিয়ার বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নিতে পশ্চিমাদের প্রতি আহ্বান জানান তিনি।