গণমঞ্চ ডেস্ক-
ইউক্রেনের সেনারা দেশটির পূর্বাঞ্চল সুমি অঞ্চলের দুটি গ্রাম পুনর্দখল করেছে বলে কিয়েভের সেনাবাহিনী জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নেতাদের মধ্যে শুক্রবার নির্ধারিত শান্তি আলোচনার আগে এটি সীমান্ত এলাকায় সাম্প্রতিক ছোট আঞ্চলিক অগ্রগতির অংশ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, যুদ্ধ শেষ করতে কিয়েভ ও মস্কো উভয়কেই কিছু এলাকা ছাড় দিতে হবে। এ সপ্তাহের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকেই বোঝা যাবে, ক্রেমলিন নেতা কোনো সমঝোতায় আসতে ইচ্ছুক কিনা।
ইউক্রেনের জেনারেল স্টাফ মঙ্গলবার রাতে জানায়, সুমি ফ্রন্টলাইনের স্টেপনে ও নোভোকোস্তিয়ান্তিনিভকা গ্রাম মুক্ত করা হয়েছে।
“পরিস্থিতি কঠিন। তবে আমরা শত্রুকে ঠেকিয়ে রেখেছি,” ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কি ফেসবুকে লেখেন, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর।
তিনি আরও বলেন, “সুমি অঞ্চলে আমরা সক্রিয় অভিযান চালাচ্ছি এবং কিছু সাফল্য অর্জন করেছি, ইউক্রেনের জমি মুক্ত করছি।”
সোমবারের এই অগ্রগতির আগে, রবিবার কিয়েভের সেনারা বেজসালিভকা গ্রাম পুনর্দখলের খবর জানিয়েছিল।
রয়টার্স সুমি অঞ্চলে এ অগ্রগতির খবর স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
এই ছোট অগ্রগতি এসেছে এমন সময়ে, যখন রাশিয়ার বাহিনী প্রায় এক হাজার কিলোমিটার ফ্রন্টলাইনের বিভিন্ন অংশে মাসের পর মাস পশ্চিমমুখী অগ্রসর হচ্ছে, বিশেষত দোনেৎস্ক অঞ্চলে প্রতিদিন নতুন গ্রাম দখল করছে।
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করে এবং এ বছর পুতিনের নির্দেশে সুমি অঞ্চলে “বাফার জোন” তৈরি করতে নতুন হামলা শুরু করে, যা আঞ্চলিক রাজধানীর জন্য হুমকি সৃষ্টি করেছে।
ইউক্রেনের স্বীকৃত অনলাইন ম্যাপ প্রকল্প “ডিপ স্টেট” অনুযায়ী, রাশিয়ান বাহিনী বর্তমানে সুমি অঞ্চলের প্রায় ২০০ বর্গকিলোমিটার এবং ইউক্রেনের মোট প্রায় ১ লাখ ১৪ হাজার বর্গকিলোমিটার এলাকা দখল করে আছে।