মোঃ হানিফ বিন রফিক ইউআইটিএস প্রতিনিধি
নারীদের পিরিয়ডকালীন সচেতনতা ও সুরক্ষায় “আমার রক্ষক আমি, আমিই অনন্যা” ক্যাম্পেইনের অংশ হিসেবে, ফ্রেশ অনন্যা ও এক্সিলেন্স বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) ক্যাম্পাসে স্থাপন করা হলো স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ কামরুল হাসান, প্রক্টর মোঃ তারিকুল ইসলাম, ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ মোফাজ্জল হোসেন, ছাত্রকল্যাণ উপদেষ্টা শুভ দাস, সহকারী প্রক্টর খাদিজা আক্তার, প্রভাষক জান্নাতুল ফেরদৌসি মুন, এক্সিলেন্স বাংলাদেশ-এর প্রতিনিধিবৃন্দ এবং ইউআইটিএস-এর শিক্ষার্থীরা।
এই উদ্যোগ সম্পর্কে এক্সিলেন্স বাংলাদেশের ইউআইটিএস প্রতিনিধি মোঃ ইমদাদুল হক ইমন বলেন—“আমরা সবসময় তরুণদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করি। আমরা বিশ্বাস করি এই উদ্যোগের মাধ্যমে মেয়েরা উপকৃত হবে এবং প্রয়োজনীয় স্বাস্থ্য সহায়তা পাবে।”
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ কামরুল হাসান বলেন—“আমাদের ভার্সিটির মেয়েদের সুস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা অন্যতম প্রধান লক্ষ্য। আজকের এই কার্যক্রম সেই লক্ষ্য অর্জনের একটি বড় পদক্ষেপ। এজন্য এক্সিলেন্স বাংলাদেশকে ধন্যবাদ জানাই।”
এক শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে বলেন—
“পিরিয়ডকালীন সময় আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং। এই উদ্যোগ আমাদের স্বাস্থ্য সুরক্ষায় ব্যাপক অবদান রাখবে।”
ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের এই কার্যক্রমের মাধ্যমে নারীদের পিরিয়ডকালীন সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আত্মবিশ্বাস তৈরি হবে এবং স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে সঠিক বার্তা সমাজে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।