গণমঞ্চ নিউজ ডেস্ক –
বাগেরহাটের একটি ডেইরি ফার্ম থেকে শহিদুল মোল্লা (৩৫) নামের এক অটো চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ফার্মটি স্থানীয় আওয়ামী লীগ নেতা ফিরোজের মালিকানাধীন বলে জানা গেছে।
পুলিশ জানায়, শহিদুল মোল্লা ১৩ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে অটো নিয়ে বাসা থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন ১৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়রা ডেইরি ফার্মে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
বাগেরহাট থানা-পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেয়ার প্রস্তুতি চলছে। মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।