গণমঞ্চ নিউজ ডেস্ক –
সাভারের আশুলিয়ায় গুলিবিদ্ধ অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পলাশবাড়ি এলাকায় তার ক্ষতবিক্ষত গুলিবিদ্ধ লাশটি পাওয়া যায়। লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর পাঁচটা ৩০ মিনিটে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় অজ্ঞাত আনুমানিক ২৪ বছর বয়সী এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসকরা জানায়, ওই যুবকের গলায় গুলির চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা কোন এলাকায় তাকে গুলি করে হত্যা করেছে তা এখনো জানা যায়নি।
এ বিষয়ে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, এ বিষয়ে মামলা হয়েছে। নিহতের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।