গণমঞ্চ ডেস্ক
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারা দেশের স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলন থেকে সরে এসেছে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। বুধবার (১৩ আগস্ট) রাতে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে তারা আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।
বিএম কলেজ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার সাবেক আহ্বায়ক সাব্বির হোসেন জানান, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে দাবি পূরণ না হলে তারা আবারও কঠোর আন্দোলনে নামবেন। তিনি বলেন, স্বাস্থ্য খাতের সিন্ডিকেট ও দালালদের নির্মূল এবং শের-ই-বাংলা মেডিকেলের সংস্কার নিশ্চিত করতে হবে।
১৭ দিন ধরে চলা আন্দোলনের পর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ একটি প্রতিনিধি দল বরিশালে এসে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন এবং দাবি মেনে নেয়ার আশ্বাস দেন। শের-ই-বাংলা মেডিকেলের পরিচালকও কিছু উদ্যোগ গ্রহণ করেছেন এবং বাকি দাবিগুলো দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন।
তাদের আশ্বাসের ভিত্তিতে আন্দোলন স্থগিত করলেও, আন্দোলনের অপর অংশ এখনো সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। আন্দোলনের অন্যতম সমন্বয়ক মহিউদ্দিন রনি বলেন, যারা আন্দোলন প্রত্যাহার করেছে, আমরা তাদের স্বাগত জানাই। কিন্তু আমরা এখনো আশ্বস্ত হইনি, আমাদের গণঅনশন ও ব্লকেড কর্মসূচি চলবে।
এদিকে আমরণ অনশনে থাকা দুই শিক্ষার্থী, ইমরান ও তৌকির, অসুস্থ হয়ে পড়ায় তাদের শের-ই-বাংলা মেডিকেলের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।