গণমঞ্চ নিউজ ডেস্ক –
রাশিয়া সোমবার (১৫ সেপ্টেম্বর) ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করে বলেছে, তাদের সম্পদ দখলের চেষ্টা করলে সংশ্লিষ্ট রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ সতর্কবার্তা এসেছে এমন সময়ে, যখন ইউরোপীয় ইউনিয়ন জব্দ করা রুশ সম্পদের মধ্য থেকে বিলিয়ন বিলিয়ন ডলার ইউক্রেনের সহায়তায় ব্যয় করার পরিকল্পনা করছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে।
২০২২ সালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা পাঠানোর পর যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সব ধরনের লেনদেন নিষিদ্ধ করে। একই সময়ে তারা প্রায় ৩০০ থেকে ৩৫০ বিলিয়ন ডলারের রুশ সার্বভৌম সম্পদ জব্দ করে রাখে।
এই সম্পদ মূলত ইউরোপীয় সিকিউরিটিজ ডিপোজিটরিতে রাখা ইউরোপীয়, মার্কিন ও ব্রিটিশ সরকারি বন্ড আকারে রয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন চান, জব্দ করা রুশ সম্পদের নগদ অর্থ ব্যবহার করে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যয় মেটানোর নতুন উপায় খুঁজে বের করুক ইউরোপীয় ইউনিয়ন।
পলিটিকোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইউরোপীয় কমিশন রাশিয়ার ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকে থাকা নগদ আমানত ব্যবহারের পরিকল্পনা করছে। এসব অর্থ এসেছে রাশিয়ার মালিকানাধীন বন্ডের মেয়াদপূর্তি হওয়ার পর জমা হওয়া অর্থ থেকে। এ অর্থ দিয়ে ইউক্রেনের জন্য একটি ‘ক্ষতিপূরণ ঋণ’ চালুর বিষয়টি ভাবা হচ্ছে।
এ প্রসঙ্গে সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ সতর্ক করে বলেছেন, ‘যদি এমন হয় তাহলে আমরা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে, ব্রাসেলসের নেতাদের এবং যেসব দেশ আমাদের সম্পদ দখল করতে চাইবে, তাদের আমরা শতাব্দীর শেষ পর্যন্ত তাড়া করব।’
রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান মেদভেদেভ আরও বলেন, রাশিয়া ইউরোপীয় দেশগুলোকে ‘সব রকম উপায়ে’, ‘সব আন্তর্জাতিক ও জাতীয় আদালতে’, এমনকি ‘আদালতের বাইরেও’ মোকাবিলা করবে।
রাশিয়ার দাবি, তাদের সম্পদ জব্দ করার যেকোনো উদ্যোগ পশ্চিমাদের চুরির শামিল। এতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বন্ড ও মুদ্রার ওপর আস্থা নষ্ট হবে।