আমদানিতে মূল্য পরিশোধের সময় বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক

গণমঞ্চ নিউজ ডেস্ক

আমদানি মূল্য পরিশোধের সময়সীমা নতুন করে বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক যাতে করে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখা সহ শিল্পের কাঁচামাল ও কৃষি উপকরণ আমদানী আরও সহজ হয়

গতকাল সোমবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ (এফইপিডি) থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংক টু ব্যাংক আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানিসহ শিল্পের কাঁচামাল সাপ্লায়ার্স ও বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির ক্ষেত্রে বিলম্ব মূল্য পরিশোধ সীমা এতদিন ছিল ১৮০ দিন। এই সীমা বাড়িয়ে এখন ৩৬০ দিনে উন্নীত করা হয়েছে। যা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।
 
এর ফলে চলমান ডলার সংকটে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে আমদানি মূল্য দেরিতে পরিশোধের সুযোগ পাবেন সব আমদানিকারকেরা। 

এই সুযোগ আগামী ডিসেম্বর মাস পর্যন্ত অর্থাৎ চলতি বছরের পুরো সময় পর্যন্ত বহাল রাখা হবে। তবে রফতানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণের আওতায় আমদানির ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না।
 
এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সব বৈধ বৈদেশিক মুদ্রার ডিলারদের প্রধান কর্মকর্তার কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *