আবারও হাসপাতালে জুলাই যোদ্ধা মাওলানা মামুন

গণমঞ্চ নিউজ ডেস্ক –

রাজধানীর তুরাগ থেকে নিখোঁজ হওয়ার চার দিন পর বাসায় ফেরা জুলাই যোদ্ধা মাওলানা মামুনুর রশীদ রাতেই আবার অসুস্থ হয়ে পড়েন। এরপর শনিবার সকালে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যান তার পরিবার। বর্তমানে তিনি কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার দুপুরে আমার দেশকে এতথ্য নিশ্চিত করেছেন মাওলানা মামুনের সহযোদ্ধা তুরাগ থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’র সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ।

নুর মোহাম্মদ আমার দেশকে জানান, রাতেই মাওলানা মামুন খুবই দূর্বল হয়ে পড়েন। তার মাথা ঘোরাতে থাকে। সেইসাথে তিনি হাত-পা নাড়া-চাড়া করতে পারছিলেন না। গোরতর অসুস্থ হয়ে পড়েন।

পরে তাকে সকালে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন। তবে প্রয়োজনে অন্য হাসপাতালে নেওয়া হতে পারে।

এর আগে নিখোঁজের ১০৪ ঘন্টা পর পূর্বাচল থেকে উদ্ধার হন তিনি। পরে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল চিকিৎসা শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করে তাকে শুক্রবার রাতে বাসায় নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর ভোরে রাজধানীর তুরাগের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন মাওলানা মামুনুর রশীদ। তিনি তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং জুলাই গণঅভ্যুত্থানে উত্তরার রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

নিখোঁজ হওয়ার ঘটনায় সেদিনই তুরাগ থানায় সাধারণ ডায়েরি করেছিলেন তার স্ত্রী খাদিজা আক্তার।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *