গণমঞ্চ নিউজ ডেস্ক –
বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর গান গাওয়ার পাশাপাশি দেশ–বিদেশের নানা ইস্যুতে সোচ্চার হয়ে মতামত প্রকাশ করে থাকেন। সামাজিক ও রাজনৈতিক বিষয়ে সরব এই শিল্পী আজ শনিবার সকালে নিজের ফেসবুক পেজে সংক্ষিপ্ত এক পোস্টে রাজনৈতিক নেতাদের নিয়ে মন্তব্য করেছেন, যা নেটিজেনদের দৃষ্টি কাড়ে।
পোস্টে আসিফ আকবর লিখেছেন, “আগে ভাবতাম রাজনৈতিক দলের মন্ত্রীরা দায় নিয়ে পদত্যাগ করে না, তারা নির্লজ্জ। এখন দেখি ওই চেয়ার নির্লজ্জদের জন্যই।” মন্তব্য ঘরে তিনি আরও যোগ করেন, “ তবে এ বক্তব্যের প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
বর্তমানে আসিফ আকবর যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দীর্ঘ ১৭ বছর পর দলবল নিয়ে তিনি সেখানে গানের সফরে গেছেন এবং দুই মাসব্যাপী বিভিন্ন অঙ্গরাজ্যে কনসার্ট করার কথা রয়েছে। সংগীত ক্যারিয়ারের বাইরে বৈষম্যবিরোধী আন্দোলনেও সক্রিয় ছিলেন আসিফ আকবর। সন্তানকে নিয়ে রাজপথেও দেখা গেছে তাঁকে।
গত ৫ আগস্ট নতুন সরকার গঠনের পর প্রথমে সমর্থন জানালেও সে সময় তিনি ঘোষণা দিয়েছিলেন, তিন মাস পর সরকারের কার্যক্রম নিয়ে সমালোচনা করবেন। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পোস্টগুলোতে সেই অবস্থানই প্রতিফলিত হচ্ছে।