গণমঞ্চ নিউজ ডেস্ক –
নতুন প্রকাশিত এক জরিপে দেখা গেছে, ৩৯.১ শতাংশ মানুষ মনে করছেন, আগামী সরকার গঠনের জন্য বিএনপি সবচেয়ে যোগ্য দল।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ন্যাশনাল আর্কাইভস অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং পরিচালিত ‘পিপলস ইলেকশন সার্ভে রাউন্ড ২–পার্ট ২’ জরিপের ফলাফল উপস্থাপন করা হয়।
জরিপে দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী। ২৮.১ শতাংশ মানুষ মনে করেন, আগামী সরকার গঠনের জন্য দলটি যোগ্য।
জরিপে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছেন ১৭.৭ শতাংশ মানুষ। এছাড়া, জাতীয় নাগরিক পার্টি (এসসিপি) পেয়েছে ৪.৯ শতাংশ সমর্থন এবং অন্যান্য দলের জন্য রয়েছে ১০.২ শতাংশ সমর্থন।