আগস্ট ১২-১৩ তারিখে বাংলাদেশ থেকে কীভাবে দেখা যাবে উল্কাবৃষ্টি

প্রতি আগস্টে রাতের আকাশ আমাদের বিনম্র করে তোলে। ফিরে আসে পার্সিয়েড উল্কাবৃষ্টি, যা মনে করিয়ে দেয়—আমাদের দৈনন্দিন জীবনের কোলাহলের ওপরে মহাকাশে ধুলো আর আলোর এক চমৎকার নাট্যমঞ্চ বসে আছে। এ বছর ১২ ও ১৩ আগস্ট রাতের আকাশে বাংলাদেশও দেখতে পাবে এই মহাজাগতিক প্রদর্শনী—যদি আপনি জানেন কোথায় এবং কীভাবে দেখতে হবে।

পৃথিবী যখন সূর্যের চারপাশে ঘোরে, তখন সুইফট-টাটল ধূমকেতুর রেখে যাওয়া ধ্বংসাবশেষ পার্সিয়েড উল্কায় রূপ নেয়। ক্ষুদ্রাতিক্ষুদ্র কণাগুলো অবিশ্বাস্য গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে পুড়ে যায়, আর তাতেই তৈরি হয় উল্কাবৃষ্টি।

এ ক্ষেত্রে সবচেয়ে বড় শত্রু হলো আলো দূষণ। ঢাকার বাইরে যেকোনো খোলা মাঠ থেকে আংশিক দেখা গেলেও, সেরা অভিজ্ঞতার জন্য যেতে হবে দেশের অন্ধকার, শান্ত জায়গাগুলোতে কক্সবাজার, সেন্ট মার্টিন দ্বীপ, রুমা বা থানচি, বান্দরবান, লাওয়াছড়া জাতীয় উদ্যান, সিলেট।

যদিও প্রায় পূর্ণ চাঁদ অনেক ক্ষীণ উল্কাকে ঢেকে দেবে, উজ্জ্বল উল্কা আর মাঝেমধ্যে বিশাল আগুনগোলাও (ফায়ারবল) দেখা যাবে। চাঁদের আলো সত্ত্বেও সেগুলো দেখা যেন এক ধরনের অর্জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *