অস্ত্র পরিষ্কার করতে গিয়ে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

গণমঞ্চ ডেস্ক

রাজশাহীতে পিস্তল পরিষ্কার করার সময় এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাতে ১১টার দিকে এই ঘটনায় ঘটে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত ওই পুলিশ সদস্য হলেন, ওয়ারেস আলী (৪৫)। তার পরিচিতি নং বিপি ৭৭৯৪০৩৪৬৬৯। তিনি রাজশাহী মেট্রপলিটন পুলিশের কাটাখালী থানায় কর্মরত। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত ডা. শংকর কুমার বিশ্বাস এসকল তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল রাত সাড়ে ১১টার দিকে কাটাখালী থানার এসআই ওয়ারেস আলীর নিজ নামে ইস্যুকৃত পিস্তল পরিষ্কার করার সময় দুর্ঘটনাবশত ডান পায়ের হাঁটুর উপরে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ৩১ নং ওয়ার্ডে ভর্তির নির্দেশ প্রদান করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিনকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *